ইথিয়োপিয়ান এয়ারলাইন্সের ব্ল্যাক বক্স উদ্ধার


অনলাইন ডেস্কঃ উদ্ধার করা হলো বিধ্বস্ত হওয়া নাইরোবিগামী ইথিয়োপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট ইটি-৩০২ বিমানের দুইটি ব্ল্যাক বক্সই। সোমবার (১১ মার্চ) তদন্তকারী দল বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ বিমানটির ডিজিটাল ফ্লাইট ডাটা রেকর্ডার (ডিএফডিআর) এবং ককপিট ভয়েস রেকর্ডার (সিভিআর) দুটি উদ্ধার করে।

ইথিয়োপিয়ার রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহন প্রতিষ্ঠান তাদের এক টুইট বার্তায় জানায়, 'সোমবার ফ্লাইট ইটি-৩০২ বিমানের দুটি ব্ল্যাক বক্স, ডিজিটাল ফ্লাইট ডাটা রেকর্ডার (ডিএফডিআর) এবং ককপিট ভয়েস রেকর্ডার (সিভিআর) উদ্ধার করতে সক্ষম হয়েছে তদন্তকারী দল'।

এর আগে গত রবিবার (১০ মার্চ) নাইরোবিগামী ইথিয়োপিয়ান এয়ারলাইন্সের বোয়িং বিমান ইটি-৩০২ আকাশে উড়ার মাত্র ছয় মিনিটের মধ্যে বিধ্বস্ত হয়। এতে ৮ বিমানকর্মীসহ মোট ১৫৭ জন আরোহীর সবাই নিহত হন।

এদিকে গত বছরের অক্টোবর মাসে ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত হয় আরেকটি বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ বিমান। এরপর আবারও বোয়িংয়ের একই মডেলের বিমানের এই দুর্ঘটনার ফলে প্রশ্নের মুখে পড়েছে বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং।

Post a Comment

Previous Post Next Post