স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার জেলা জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে বুধবার কুলাউড়া উপজেলা শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানে এক ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে ১৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।
অভিযানকালে ব্যবসা প্রতিষ্টানে মুল্য তালিকা না টানানো, বৈধ লাইসেন্স না থাকা ও অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরনে ভোক্তা অধিকার আইনের ৪৩ ও ৩৯ ধারা লংঘনের অপরাধে কামাল মিষ্টিঘর ২ হাজার টাকা, হোটেল কুঠুমবাড়ী ৭ হাজার টাকা, হোটেল গ্রীনভিউ ৩ হাজার টাকা ও হোটেল শাহপরান ৩ হাজারসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। অভিযানে উপজেলা সেনেটারী ইন্সপেক্টর জসিম উদ্দিন আহমেদ ও কুলাউড়া থানার এসআই মহিনসহ পুলিশ ফোর্স অংশ গ্রহন করে।