মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড় আতংকে বিদেশি কর্মীরা


অনলাইন ডেস্কঃ মালয়েশিয়ায় মেগা-অপসের ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। হঠাৎ করে এ ধরপাকড়ে আতংকে রয়েছেন দেশটিতে বসবাসরত বিদেশি কর্মীরা। ৫ ফেব্রুয়ারি ছিল মালয়েশিয়ার চাইনিজ ধর্মাবলম্বীদের নতুন বছরের সূচনা। নতুন বছরের শুরুতে অফিস আদালত বন্ধ থাকে । লম্বা ছুটির ফাকেঁ সবাই ঘুরে বেড়ায় গোটা মালয়েশিয়া।

চায়নিজ নিউ ইয়ারের ছুটির প্রথম দিনেই ফাঁদ পাতে ইমিগ্রেশন ও পুলিশ। স্থানীয় সময় বেলা সাড়ে আড়াই টায় রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিন্তাং ও বিকেল ৪ টায় পেট্রোনাস টুইন টাওয়ারের পুরো এলাকা ঘিরে ফেলে।

এসময় চলাচলরত বাংলাদেশি সহ বিভিন্ন দেশের শ্রমিকদের কাগজপত্র তল্লাশি চালিয়ে প্রায় অড়াই শতাধিক অভিবাসীকে আটক করে নিয়ে যায় পুলিশ।

Post a Comment

Previous Post Next Post