পাক-ভারত সংঘাত, বাংলাদেশ সীমান্তে বিএসএফের সতর্কতা জারি


অনলাইন ডেস্কঃ কাশ্মীর হামলা নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত নিয়ে আঞ্চলিক উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যেই বাংলাদেশে সীমান্তে সতর্কতা জারি করেছে ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ)।

এক কর্মকর্তার বরাতে পিটিআইয়ের খবরে বলা হয়েছে, বিএসএফ সতর্কতা জারি করেছে। ভারত-বাংলাদেশ সীমান্তে সব ধরনের নিবৃত্তিমূলক পদক্ষেপ নিতে বলা হয়েছে।

এতে জানানো হয়, পাক-ভারত সীমান্তের উত্তেজনার সুবিধা নিয়ে কোনো দুর্বৃত্ত কিংবা সন্ত্রাসী যাতে সীমান্ত অতিক্রম করতে না পারে সেজন্যই এমন পদক্ষেপ নেয়া হয়েছে।

বাংলাদেশ ও পশ্চিবঙ্গের মধ্যে ২,২১৬.৭ কিলোমিটার সীমান্ত রয়েছে। যার বড় অংশই অরক্ষিত।

বিএসএফ কর্মকর্তা বলেন, সুন্দরবনের নদীতীরবর্তী এলাকায় টহল বাড়াতে বলা হয়েছে।

কাশ্মীর সীমান্তে যুদ্ধবিমানের লড়াইয়ের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের দামামা বেজে উঠেছে।

দুই দেশই পরস্পরের যুদ্ধবিমান ভূপাতিত করার পাল্টাপাল্টি দাবি করেছে।

পাকিস্তান দাবি করেছে, বুধবার সকালে কাশ্মীরে তাদের নিয়ন্ত্রিত অংশে ভারতীয় দুটো মিগ-২১ জঙ্গি বিমানকে গুলি করে ভূপাতিত করেছে তারা। আটক করা হয়েছে ভারতীয় বিমানবাহিনীর এক পাইলটকে। - যুগান্তর

Post a Comment

Previous Post Next Post