দশ বছরে রেমিটেন্স এসেছে ১০ লাখ ৪৭ হাজার ৫১৮ কোটি টাকা


অনলাইন ডেস্কঃ বর্তমান সরকারের গত দুই মেয়াদে ২০০৯-২০১৮ সাল পর্যন্ত মোট ১০ লাখ ৪৭ হাজার ৫১৮ কোটি ৩১ লাখ টাকা রেমিটেন্স এসেছে বলে সংসদকে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ।

ইমরান আহমদের অনুপস্থিতিতে গতকাল মঙ্গলবার সংসদে প্রশ্নোত্তর পর্বে তার পক্ষে বিভিন্ন প্রশ্নের জবাব দেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান। বিরোধী দল জাতীয় পার্টির এমপি পীর ফজলুর রহমানের এক লিখিত প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী এই তথ্য জানান।

আনোয়ারুল আবেদীন খানের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী সংসদকে জানান, বাংলাদেশ থেকে বিশ্বের ১৬৮টি দেশে কর্মী পাঠানো হয়েছে। এছাড়া বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রতিটি উপজেলা থেকে প্রতিবছর গড়ে ১ হাজার কর্মী পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

নুরুন্নবী চৌধুরী শাওনের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ২০০৯ থেকে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে ৫৯ লাখ ৯২ হাজার ১৩২ জন কর্মী গেছেন।

নজরুল ইসলাম বাবুর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, মালয়েশিয়া সরকারের সঙ্গে জি টু জি প্লাস সমঝোতা স্বাক্ষরের পরে এ প্রক্রিয়ায় ২০১৮ সালে মালয়েশিয়ায় ১ লাখ ৭৫ হাজার ৯২৭ জন কর্মী গেছেন।

Post a Comment

Previous Post Next Post