কুলাউড়ায় যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন


স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ‘অমর একুশে ফেব্রুয়ারি’ উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বুধবার রাত ১২টা ১ মিনিটে উপজেলা ডাকবাংলো প্রাঙ্গণে কুলাউড়া শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, কুলাউড়া পৌরসভা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের জনগণ।


২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরের শুরুতে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান মো. কামরুল ইসলাম, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল লাইছ, বীর মুক্তিযোদ্ধা সুশীল চন্দ্র দের নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, কুলাউড়া পৌরসভার মেয়র আলহাজ্ব শফি আলম ইউনুছের নেতৃত্বে কুলাউড়া পৌরসভা, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম মূসার নেতৃত্বে থানা পুলিশ প্রশাসন, পর্যায়ক্রমে উপজেলা আওয়ামী লীগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মাধ্যমিক শিক্ষক সমিতি, প্রাথমিক শিক্ষক সমিতি, বিপুল চক্রবর্তী ও নির্মাল্য মিত্র সুমনের নেতৃত্বে উদীচী শিল্পী গোষ্ঠি, কুলাউড়া প্রেসক্লাব, প্রথম আলো বন্ধুসভা, স্যোসাল কেয়ার অব নেশন, রাইজিং স্টার ক্লাব, এপেক্স ক্লাব অব মৌলভীবাজার, ইউনাইটেড রয়েল্স ক্লাব, মুক্ত স্কাউট গ্রুপসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

ভোরে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল লাইছের নেতৃত্বে প্রভাতফেরীতে অংশ নিয়েছেন বিভিন্ন স্তরের মানুষ।


সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও মুহাম্মদ আবুল লাইছ এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল মতলিব এর পরিচালনায় আলোচনা ও পুরস্কার বিতরনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি মোঃ আব্দুল মতিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী, অফিসার্স ক্লাবের সম্পাদক ডাঃ সুলতান আহমদ,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আব্দুল মোক্তাদির তোফায়েল,সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক আহমদ,কুলাউড়া সরকারী এনসি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন,কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ,উপজেলা কৃষকলীগ সভাপতি মোঃ আব্দুল কাদির প্রমুখ। পরে কুলাউড়া শিশু একাডেমী আয়োজিত চিত্রাংকন,রচনা ও আবৃত্তি প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।

Post a Comment

Previous Post Next Post