অবশেষে রাজনীতিতে প্রিয়াঙ্কা


অনলাইন ডেস্কঃ অবশেষে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করলেন রাজীব গান্ধী ও সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী।

বুধবার প্রিয়াঙ্কা গান্ধীকে আনুষ্ঠানিকভাবে পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্ব দিয়ে দলের সাধারণ সম্পাদক পদে নিযুক্ত করা হয়েছে। তিনি ফেব্রুয়ারি মাস থেকে দায়িত্ব গ্রহণ করবেন।

পশ্চিমাঞ্চলের দায়িত্বে আনা হয়েছে মধ্যপ্রদেশের তরুণ নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে।

এ রকম সিদ্ধান্ত মায়া-অখিলেশের ওপর চাপ বাড়ল বলে মনে করেন কংগ্রেস নেতারা।

প্রিয়াঙ্কার স্বামী রবার্ট ভদ্রও গত কয়েকদিন ধরে তাকে বিজেপি সরকার হেনস্থা করছে বলে অভিযোগ করেছেন। হরিয়ানার কয়েকটি জমির লেনদেন নিয়ে তাকে জেরা করছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা।

বিভিন্ন নির্বাচনে কংগ্রেসের পরাজয়ের পর একাধিকবার প্রিয়াঙ্কাকে দলে নিয়ে আসার দাবি ছিল দলের পক্ষ থেকে। অবশেষে সেই দাবির অবসান হল।

কংগ্রেসের দেয়া বিবৃতি
প্রিয়াঙ্কার সক্রিয় রাজনীতিতে প্রবেশের কথা ঘোষণার সঙ্গে সঙ্গেই কংগ্রেসের পক্ষ থেকে টুইট করে বলা হয়, ‘আমরা টগবগ করে ফুটছি। আমরা এগিয়ে যেতে প্রস্তুত।’

খুশি হয়ে টুইট করেছেন প্রিয়াঙ্কার স্বামী রবার্ট ভদ্রও। স্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘তোমার জীবনের প্রতিটি মুহূর্তে পাশে আছি।’

Post a Comment

Previous Post Next Post