উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন


স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৩৯ টিমের অংশগ্রহনে প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন হয়েছে। আজ  ২৪  জানুয়ারী সকাল ১১টায় কুলাউড়া নবীন চন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এই বৃহৎ এই লীগের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রসাশক মো. তোফায়েল ইসলাম, তিনি উদ্বোধনী অনুষ্ঠানে পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

এ সময় উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবু লাইছের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ.স.ম কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আবু ইউসুফ, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, পৌর  মেয়র আলহাজ্ব শফি আলম ইউনুছ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, কুলাউড়া সহকারি কমিশনার(ভূমি)সাদিউর রহিম জাদিদ, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির তোফায়ের, কমর্ধা ইউনিয়ন পরিষদের চোরম্যান এম এ রহমান আতিক, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশিদ চৌধুরী ও সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখ্স, নবীন চন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক মোঃ আমির হোসেন,উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস ছালাম ও শ্রী কাবুল পাল, পৌর যুবলীগের আহবায়ক শাহিন আহমদ, ফ্রান্স প্রবাসী আতিকুর রহমান আতিক, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল বারী সোহেল, ক্রীড়া সংগঠক আব্দুল কাইয়ুম মিন্টু, সিপিএ এর সাধারণ সম্পাদক রফি আহমদ তানিম প্রমুখ।

প্রধান অতিথি জেলা প্রসাশক মো. তোফায়েল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ন্যাশনাল স্পোর্টসের সত্ত্বাধিকারি ফয়জুল হক লিটন।টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ন্যাশনাল স্পোর্টস।

এই লীগে ৩৯টি টিম অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে আমতৈল বিপ্লবী একাদশ কাদিপুর বনাম বন্ধন স্পোটিং ক্লাব বরমচাল।

Post a Comment

Previous Post Next Post