বিশেষ প্রতিনিধিঃ বছরের প্রথম দিন সারাদেশের ন্যায় কুলাউড়ায় ‘পাঠ্যপুস্তক উৎসব দিবস’ উদযাপন করা হয়েছে। আজ পহেলা জানুয়ারি মঙ্গলবার উপজেলার সবক’টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে।
কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়: সকাল ১১টায় কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বই বিতরণ উৎসব ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সোহেল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার, সাংবাদিক মাহফুজ শাকিল।
নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ঃ সকাল ১০.৩০ মিনিটে নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সোহেল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল লাইছ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মোবারক হোসেন, সিনিয়র শিক্ষক আবু হোসেন আজাদ, সুধীর চন্দ্র শর্মা, মুনীর চৌধুরী।
রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়: সকাল ১০.৩০ মিনিটে রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম রেণুর সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা ফাতিমা বেগমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আইয়ুব উদ্দিন, সাংবাদিক মাহফুজ শাকিল। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দা জাকিয়া বেগম, রাবেয়া বেগম, দিপালী গোস্বামী, পারভীন আক্তার, ফাতেমা আক্তার, বিপ্লব দে, উম্মে সাখাওয়াত তৈয়বা, নাহিদা বেগম, সীপা রহমান, সাজেদা আক্তার, সূচী সরকার, আয়েশা সিদ্দিকা, ফেরদৌসি সিদ্দিকা, সালমা নাসরিন, খালেদা আক্তার প্রমুখ।
শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ: দুপুর ১২টায় শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে আয়োজিত বই বিতরণে কলেজের উপাধ্যক্ষ মোঃ জহিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক মাহফুজ শাকিল।
এদিকে পৃথক পৃথকভাবে উপজেলার সবক’টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে বই উৎসব উদযাপন করছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার ও প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আইয়ুব উদ্দিন জানান, প্রতি বছরের মত এবারও বছরের প্রথম দিনে সরকার কর্তৃক শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে। উপজেলার সবক’টি প্রতিষ্ঠানে বইগুলো শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে।