রেকর্ডময় বছর পার করলেন মুশফিক


অনলাইন ডেস্কঃ ২০১৮ সালটা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে জন্য স্মরণীয় একটি বছর। গেল বছরেই বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বেশি জয় এসেছে। টেস্টেও এসেছে তিনটি জয়। এসব জয়ের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বাংলাদেশ উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

মুশফিক নিজেও বছরটা ছন্দের সঙ্গে কাটিয়েছেন। নিজের ১৩ বছরের ক্রিকেট ক্যারিয়ারের সেরা বছরও বলা যেতে পারে ২০১৮ সালকে।  ১৯টি ওয়ানডে খেলে ৫৩.৫০ গড় নিয়ে ৭৪৯ রান করেছেন মুশফিক। দেশীয় ব্যাটসম্যানদের মধ্যে বছরের সেরা ওয়ানডে রান সংগ্রাহকদের তালিকায় রয়েছেন ১১তম স্থানে, সঙ্গে শ্রীলঙ্কার বিপক্ষে রয়েছে ক্যারিয়ার সেরা ১৪৪ রানের ইনিংস।
ওয়ানডের পাশাপাশি বছরের সেরা ব্যাটসম্যানদের তালিকায় টি-টোয়েন্টিতেও ছিলেন ১১ নম্বরে। ১৬ ইনিংসে তিন ফিফটিতে করেছেন ৩৯৭ রান। টেস্টেও স্বমহিমায় উজ্জ্বল ছিলেন ৩১ বছর বয়সী এই ক্রিকেটার। শুধু নিজের ক্যারিয়ার সেরাই নয় টাইগারদের হয়ে সর্বোচ্চ ২১৯* রানের ইনিংসটি খেলেন এই লিটল মাস্টার।

তাই নতুন বছরকে স্বাগত ছানিয়ে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করেছেন বাংলাদেশের দলে এই কাণ্ডারি। নিজের ফেসবুক পেজে নতুন বছরের জন্য শুভকামনাও জানিয়েছেন মুশফিকুর রহিম।

Post a Comment

Previous Post Next Post