‘মৃত্যুর আগ পর্যন্ত আমি খেয়েই যাব’


অনলাইন ডেস্কঃ যুক্তরাষ্ট্রের জর্জিয়ার বাসিন্দা কেসি কিং। মাত্র ৩৪ বছর বয়সেই ওজন দাঁড়িয়েছে ৭০৭ পাউন্ড (৩২০ কেজি)। কিন্তু কোনো অবস্থাতেই নিজের খাওয়া নিয়ন্ত্রণে আনতে রাজি নন তিনি। বরং মৃত্যু পর্যন্ত তিনি খেতেই থাকবেন বলে জানিয়েছেন। জাঙ্ক ফুড খেতে খেতে তার এই অবস্থা হয়েছে।

আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেল টিএলসির বুধবার এক রিয়েলিটি শোতে তিনি বলেন, ‘আই উইল ইট টিল আই ডাই’ (আমি মৃত্যু পর্যন্ত খেতেই থাকবো)।
অনুষ্ঠানে দেখানো হয়, কেসি কিং নিজের ঘরের মধ্যে থাকেন সবসময়। বিছানার ওপর বসে বেশিরভাগ সময় খেতে থাকেন। সঙ্গে ভিডিও গেম খেলেন। এর বাইর ঘুমানো ছাড়া তার আর তেমন কোনো কাজ বা চিন্তাও নেই।

অত্যাধিক মোটা হওয়ার কারণে তার শরীরের সঙ্গে খাপ খায় এমন কোনো পোশাক তৈরি হয় না।
কেসি কিং বলেন, ‘আমি সাধারণত দুপুরে ঘুম থেকে উঠি। উঠে আগে খাবার খাই। এরপর টিভি দেখি ও গেম খেলি। জর্জিয়ায় এখন খুব গরম। আর আমার পোশাক খুবই আটোসাটো। ফলে আমি সেগুলো পরতে পারি না।’

Post a Comment

Previous Post Next Post