আফগানিস্তানে তালেবান হামলায় নিহত ২৭


অনলাইন ডেস্কঃ আফগানিস্তানে তালেবান বাহিনী দেশটির পশ্চিমাঞ্চলীয় বাদঘিস প্রদেশে নিরাপত্তা চৌকিতে হামলা চালিয়েছে। এতে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ২৭ জন সদস্য নিহত হয়েছে। তুর্কেমিনিস্তানের সঙ্গে সীমান্ত সংলগ্ন প্রদেশটির বিভিন্ন অংশে দুটি নিরাপত্তা চৌকিতে তালেবান সন্ত্রাসীরা রাতে হামলা চালালে নিরাপত্তা বাহিনীর এসব সদস্য নিহত হয় বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। খবর আল জাজিরা'র।

এদিকে প্রাদেশিক কাউন্সিলের প্রধান আব্দুল আজিজ বেক বলেছেন, তালেবান সন্ত্রাসীদের হামলায় ১৪ জন পুলিশ এবং সরকারি বাহিনীর অনুগত আরো সাত জন সদস্য নিহত হওয়ার পাশাপাশি নয়জন আহত হয়েছেন। এদিকে তালেবান গোষ্ঠীর মুখপাত্র ক্বারী ইউসুফ আহমাদি সরকারি বাহিনীর পক্ষে ৩৪ জন সদস্য নিহত হওয়ার কথা জানিয়েছেন। এছাড়া এসময় নিরাপত্তা বাহিনীর কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়েছে বলেও জানান তিনি।
বাদঘিস প্রাদেশিক গভর্নরের মুখপাত্র জামশিদ শাহাবি  জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তালেবান গোষ্ঠীর ১৫ জনের বেশি সন্ত্রাসী নিহত হয়েছে এবং আরো ১০ ব্যক্তি আহত হয়েছেন।

Post a Comment

Previous Post Next Post