চীনে কয়লা খনি দুর্ঘটনায় উদ্ধার ৬৬ শ্রমিক


অনলাইন ডেস্কঃ কয়লা খনির ছাদ ধসে মারা ‌গেছে ২১ জন শ্রমিক। ঘটনাটি ঘটেছে চীনের শানশি প্রদেশের শেনমু শহরের লিজিয়াগৌ কয়লা খনিতে। এখন পর্যন্ত ৬৬ জন শ্রমিককে উদ্ধার করা গেছে।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার বিকেলে খনিতে কাজ চলার সময় আচমকা একটি ছাদ ধসে পড়ে। সেসময় খনিতে কাজ করছিলেন ৮৭ জন শ্রমিক। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৯ জনের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল, অ্যাম্বুল্যান্স, বিপর্যয় মোকাবিলা দল এবং খনির পরিচালনাকারী বাইজি মাইনিং।
রাতভর উদ্ধারকাজ চলার পর রবিবার সকালে উদ্ধারকারীরা আরও দুটি মৃতদেহ খুঁজে পান। কীভাবে এবং কেন খনির ছাদ ধসে পড়ল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাইজি মাইনিং কর্তৃপক্ষকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ। তবে মালিকদের তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি। 

Post a Comment

Previous Post Next Post