সমুদ্রতলে ভাসমান টানেল বানাচ্ছে নরওয়ে


অনলাইন ডেস্কঃ বিশ্বে প্রথমবারের মতো পানির নিচ দিয়ে ভাসমান টানেল তৈরি করতে যাচ্ছে নরওয়ে। ২ হাজার ৫শ’ কোটি মার্কিন ডলারের এ প্রকল্প ২০৩৫ সালে শেষ ববে বলে আশা করা হচ্ছে।

নরওয়েজিয়ান সাগরের কিছু অংশে ১ হাজার ২শ’ মিটারের এ টানেলের ৩০ মিটার সম্পূর্ণ পানির নিচে থাকবে।

দুটি বিশেষ টিউবের মাধ্যমে তৈরি এ টানেলকে কয়েকটি পন্টুনের সাহায্যে ভাসিয়ে রাখা হবে বলে জানিয়েছে নির্মাণ সংশ্লিষ্টরা। খবর সিএনএনের।

দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর ক্রিশ্চিয়ানস্যান্ড থেকে উত্তরাঞ্চলীয় ট্রন্ডহেইমে যেতে বর্তমানে সাতটি ফেরি পার হতে হয়। পার্বত্য এলাকা ঘেরা এ পথেই টানেল তৈরির ঘোষণা দিয়েছে নরওয়ে সরকার। টানেলটি সম্পন্ন হলে সমুদ্রপারের ২১ ঘণ্টার পথ এড়ানো সম্ভব হবে। টানেলটির ভেতর দিয়ে যেতে অন্যান্য টানেলের মতোই অনুভূতি হবে বলে জানিয়েছেন প্রকৌশলীরা।

নরওয়ের পর্যটকদের অন্যতম আকর্ষণ সেখানকার ফিয়র্ডগুলো। তবে ফিয়র্ডের কারণেই সে দেশের বিভিন্ন স্থানে সেতু, তথা অবকাঠামো নির্মাণের কাজটি কঠিন হয়ে যায়। সেই সমস্যার সমাধানে এবার ভাসমান টানেল নির্মাণের পরিকল্পনা করছে নরওয়ে।

নরওয়ের ক্রিস্টিয়ানসান্ড ও ট্রডেনহাইম শহরের মধ্যে দূরত্ব ৮০০ কিলোমিটার। কিন্তু এক শহর থেকে আরেক শহরে যেতে সময় লাগে ২১ ঘণ্টা। কারণ সাতটি ফেরি পার হতে হয়। ভাসমান টানেল হলে সময় লাগবে ১০-১১ ঘণ্টা।

Post a Comment

Previous Post Next Post