মির্জা আব্বাসের ওপর হামলা


অনলাইন ডেস্কঃ গণসংযোগ চালানোর সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার বেলা ১২টায় রাজধানীর সেগুনবাগিচার কাঁচাবাজারের কাছে এ হামলার ঘটনা ঘটে।

৩০/৪০ জন দুর্বৃত্ত এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। হামলায় আহত হয়েছেন প্রায় ৬০ জন। হামলাকারীদের হাতে লাঠি, লোহার রড, চাপাতি ও আগ্নেয়াস্ত্র ছিল বলে আহতদের কয়েকজন অভিযোগ করেন।

পরে দুপুরে মির্জা আব্বাস তার শাজাহানপুরস্থ বাসভবনে এক সংবাদ সম্মেলনে বলেন, 'আমাদের নিয়মতান্ত্রিক নির্বাচনী প্রচারণার কার্যক্রমে আওয়ামী লীগ এভাবে সহিংস আক্রমণ চালাবে আমি ভাবতেও পারিনি। নির্বাচনী প্রচারণা কার্যক্রমে হামলা চালিয়ে আওয়ামী লীগ আমাদের নেতাকর্মীদের বেধড়ক মারপিট করে আহত করে। অন্যদিকে এই আহত নেতাকর্মীদের গ্রেফতার করে পুলিশ।

তিনি সংবাদ সম্মেলনে আহত নেতাকর্মীদের মাথায়, পিঠে, হাতে ও পায়ে আঘাতের চিহ্ন সাংবাদিকদের দেখান।

Post a Comment

Previous Post Next Post