এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এপেঃ সুরমান প্রেসিডেন্ট, এপেঃ বাছিত সেক্রেটারী এন্ড ডিএনই
স্টাফ রিপোর্টারঃ আন্তর্জাতিক সেবামূলক সামাজিক সংগঠন এপেক্স বাংলাদেশের ১৮তম ক্লাব এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের ৯ম বার্ষিক সাধারণ সভা গত ২২ নভেম্বর ২০১৮ইং বৃহস্পতিবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে কুলাউড়াস্থ একটি রেষ্টুলেন্ট সংলগ্ন হলরুমে ক্লাব প্রেসিডেন্ট এপেঃ কাজী কুহেলা বেগমের সভাপতিত্বে ও সঞ্চালনে অনুষ্ঠিত হয়। সভার আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালনা শেষে ক্লাব প্রেসিডেন্ট ও বোর্ড মেম্বারগণ ২০১৮ বর্ষের স্ব স্ব রিপোর্ট সভায় উপস্থাপন করলে সর্বসম্মতিক্রমে তা সভায় অনুমোদিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের লাইফ মেম্বার এপেঃ উপাধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টো। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্লাব লাইফ মেম্বার এপেঃ উপাধ্যক্ষ ফরহাদ আহমদ, ক্লাব লাইফ মেম্বার এপেঃ এ.এফ.এম ফৌজি চৌধুরী, জাতীয় বোর্ডের অফিসিয়াল এপেঃ তোফায়েল আহমেদ ডালিম, এপেঃ শহীদুল ইসলাম তনয়, এপেঃ আব্দুস সহিদ বাবুল, এপেঃ শাহীন আহমদ, এপেঃ ডাঃ হেমন্ত চন্দ্র পাল, এপেঃ শরীফ আহমদ, এপেক্স ক্লাব অব হাকালুকি ভিউ’র ২০১৮ বর্ষের আইপিপি এন্ড এক্সপেনশন ডিরেক্টর এপেঃ এপেঃ আব্দুল আজিজ ও ২০১৮ বর্ষের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ তাজুল ইসলাম প্রমুখ। ২০১৯ বর্ষের বোর্ড গঠন পর্বে নির্বাচন কমিশনার ছিলেন এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের লাইফ মেম্বার এপেঃ উপাধ্যক্ষ ফরহাদ আহমদ, সহকারী নির্বাচন কমিশনারবৃন্দ ছিলেন ন্যাশনাল অফিসিয়াল এপেঃ শহীদুল ইসলাম তনয় ও ন্যাশনাল অফিসিয়াল এপেঃ আব্দুস সহিদ বাবুল। পরবর্তীতে প্রধান নির্বাচন কমিশনার এপেঃ উপাধ্যক্ষ ফরহাদ আহমদ  এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের ২০১৯ বর্ষের বোর্ডে নির্বাচিত এপেক্সিয়ানবৃন্দদের নাম ঘোষনা করেন। প্রেসিডেন্ট এপেঃ সুরমান আহমদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ শফিউল আলম সৌরভ, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ মোঃ জাহাঙ্গীর আলম, আইপিপি এন্ড এক্সপেনশন ডিরেক্টর এপেঃ কাজী কুহেলা বেগম, সেক্রেটারী এন্ড ডিএনই এপেঃ মোঃ আব্দুল বাছিত, সার্ভিস ডিরেক্টর এপেঃ পান্না চন্দ্র নাথ, ট্রেজারার এপেঃ সোহেল আহমদ, মেম্বারশীপ এন্ড এটেনডেন্স ডিরেক্টর এপেঃ এপেঃ আলতাফ হোসেন সুমেল, ফেলোশীপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর এপেঃ মোঃ জুবায়ের আহমদ সুহেল, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর এপেঃ আব্দুল মুহিত বাবলু, সার্জেন্ট এ্যাট আর্মস এপেঃ এম.এ জলিল। সভায় আরো যারা উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের অ্যাকটিভ ফ্লোর মেম্বার এপেঃ আজিুজর রহমান, এপেঃ আয়েশা আক্তার, এপেঃ প্রশান্ত দেবনাথ, এপেঃ মুজিবুর রহমান, এপেঃ মুশফিকুর রহমান, এপেঃ ওবায়েদ-উল- ইসলাম রাভি, এপেঃ রাহুল ভট্টাচার্য্য জনি।   পরবর্তীতে আপ্যায়ন পর্ব শেষে সভার সমাপ্তি ঘোষনা করে ২০১৮ বর্ষের ক্লাব প্রেসিডেন্ট এপেঃ কাজী কুহেলা বেগম। 

Post a Comment

Previous Post Next Post