কুলাউড়ায় বন্ধুসভার ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


স্টাফ রিপোর্টারঃ ভালো’র সাথে আলো’র পথে। এই স্লোগানে দৈনিক প্রথম আলো’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে পাঠক সংগঠন বন্ধুসভার সহযোগিতায়, সারা দেশে গত ৪,৫,৬ ও ৭ নভেম্বর প্রায় ১০০টি জায়গায় (দেশব্যাপী)। দৈনিক প্রথম আলোর পাঠক সংগঠন বন্ধুসভার ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিলো গত ১১ নভেম্বর। সেই উপলক্ষে কুলাউড়া বন্ধুসভার আয়োজনে গত ২৭ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টায় স্থানীয় সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয় ‘বন্ধুসভার’ ২১বর্ষে পদার্পণ’ অনুষ্ঠানটি। কুলাউড়া বন্ধুসভার ২০১৮ বর্ষের সভাপতি কাওছার আহমদ চৌধুরী সাব্বিরের সভাপতিত্বে ও উপদেষ্ঠা শহীদুল ইসলাম তনয়ের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন কুলাউড়া বন্ধুসভার পক্ষে চমক আচার্য্য। এছাড়াও অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হাছনা মমতাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান (কুলাউড়া বন্ধুসভার উপদেষ্ঠা) এ.এফ.এম ফৌজি চৌধুরী, বিশিষ্ট দন্ত চিকিৎসক ও সংগঠক (কুলাউড়া বন্ধু সভার উপদেষ্ঠা) ডাঃ হেমন্ত চন্দ্র পাল, প্রবাসী কমিউনিটি নেতা অহিদ বক্স মান্না, রাইজিং স্টার ক্লাবের আজীবন সদস্য তোফায়েল আহমদ ডালিম প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল বারী সোহেল, প্রিয় কুলাউড়ার সম্পাদক একেএম জাবের, পুর্ব পশ্চিম পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আব্দুল কাইয়ূম, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার রিপোর্টার সুমন আহমদ, এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের সেক্রেটারী এন্ড ডিএনই এপেঃ সোহেল আহমদ, হুমায়ূন কবির সাহান, সোসাল কেয়ার অব নেশনের সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম বাবু প্রমুখ। পরবর্তীতে আমন্ত্রিত অতিথি ও কুলাউড়া বন্ধুসভার বন্ধুরা সম্মিলিত ভাবে কেক কেটে উদযাপন করে বন্ধুসভার ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী। অনুষ্ঠানের ২য় পর্বে অনুষ্ঠিত হয় র‌্যফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
 

Post a Comment

Previous Post Next Post