মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত


অনলাইন ডেস্কঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে খুলনা ও রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রোববার রাত পৌনে ৮টার দিকে কামারখন্দের জামতৈল রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

জামতৈল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. মারফিন হাসান জানান, বঙ্গবন্ধু সেতু রেলস্টেশন থেকে ছেড়ে আসা বিইআই-২ ডাউন নামের একটি মালবাহী ট্রেন ঈশ্বরদী যাচ্ছিল।

ট্রেনটি জামতৈল রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে কিছু দূর যাওয়ার পর একটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রেলওয়ের কন্ট্রোলকে খবর দেয়া হয়েছে। লাইনচ্যুত বগিটি উদ্ধারের কাজ চলছে। উদ্ধার সম্পর্ণ হলে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

Post a Comment

Previous Post Next Post