৩ বছর বয়সেই সাপের সঙ্গে সখ্যতা!


অনলাইন ডেস্কঃ ভারতের মধ্য প্রদেশের প্রত্যন্ত এক গ্রামে সাত বছর বয়সী বালক দেবেশ আদিবাসী সাপের সঙ্গে সখ্যতা গড়ে তুলেছে। তবে এই সাপটি যেন-তেন সাপ নয় একবারে বিষাক্ত সব সাপ। মাত্র ৩ বছর বয়স থেকে সাপের সঙ্গে সখ্যতা গড়ে তুলে দেবেশ।

গত ৪ বছর ধরে দেবেশ গ্রামের নিকটস্থ জঙ্গলে যাতায়াত করে এবং নিয়মিতই সে জঙ্গলে যায় এবং ফিরে আসে বিষাক্ত সব সাপ নিয়ে। ভয়ঙ্কর বিষধর সেই সব সাপ দেখলেই যে কারো পিলে চমকে যাবার কথা।

দেবেশ নিয়মিতই সাপদের নিয়ে খেলা করে। তাদের সাথে খায় ও ঘুমায়। তারপর তাদের জঙ্গলে নিয়ে ছেড়ে দেয়। পরদিন আবার নতুন সাপ নিয়ে আসে। এভাবেই চলছে তার দিনলিপি। এই সব সাপ কেন তার কাছে এভাবে পোষ মানে, সেটা এক বিরাট রহস্য! এই সব বিষয় দেখতে দেখতে গ্রামবাসীর কাছে তা সহজ-সাধারণ দৃশ্যে পরিণত হয়েছে। দেবেশের বাবা-মাও এখন আর এটি নিয়ে খুব একটা মাথা ঘামাননা।

Post a Comment

Previous Post Next Post