সোমালিয়ায় মার্কিন বিমান হামলা, ৩৭ জঙ্গি নিহত


অনলাইন ডেস্কঃ সোমালিয়ার দেবাতসিলি এলাকায় মার্কিন সেনাদের বিমান হামলায় আল-শাবাবের ৩৭ জঙ্গি নিহত হয়েছেন। মঙ্গলবার আফ্রিকায় মার্কিন সেনা কমান্ডের দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়েছে, দেবাতসিলি অঞ্চলে অবস্থানরত জঙ্গি সংগঠন আল-শাবাবকে লক্ষ্য করে পর পর দুটি বিমান হামলা চােলানো হয়েছে। মার্কিন এই বিমান হামলার ফলে আল-শাবাবের ভবিষ্যৎ হামলার শঙ্কা কমে যাবে। এছাড়া দলটির নেতাদের মধ্যে ভয়ও কাজ করবে।

এই ঘটনায় আল শাবাবের পক্ষ থেকে এ হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।  এদিকে সোমালিয়ার সরকারের তরফ থেকেও মার্কিন বিবৃতির বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

দীর্ঘদিন ধরে অঞ্চলটিতে তারা যে স্বাধীনতার আন্দোলন করে আসছে, সেটাও স্তিমিত হয়ে যাবে। যদিও মার্কিন বিমান হামলায় বেসামরিক কোনো নাগরিক নিহত হয়েছেন কিনা সে ব্যাপারে কিছুই জানা যায়নি।

Post a Comment

Previous Post Next Post