সুলতান মনসুর কে বরন করতে কুলাউড়া বিএনপি'র প্রস্তুতি সম্পন্ন


বিশেষ প্রতিনিধিঃ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিজ সংসদীয় আসন কুলাউড়ায় ফিরছেন জাতীয় ঐক্যফ্রন্ট এর নেতা সাবেক এমপি ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মোঃ মনসুর আহমেদ।
২৬ নভেম্বর, সোমবার পারাবত ট্রেনে তিনি কুলাউড়া আসবেন বলে কুলাউড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ জানান। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমদ কে উষ্ণ সংবর্ধনা দিতে প্রস্তুতি সম্পন্ন করেছে কুলাউড়া উপজেলা বিএনপি (একাংশ)। এ উপলক্ষে আজ (রবিবার) সন্ধ্যায় এক জরুরী সভা কুলাউড়া উত্তর বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে অনুস্টিত হয়। উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি ও প্যানেল মেয়র জয়নাল আবেদীন বাচ্চুর সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর যুবদল নেতা মঞ্জুরুল আলম চৌধুরী খোকনের পরিচালনায় উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল ও শ্রমিক দল এর নেতৃবৃন্দ। সভায় দলের উপজেলা ও পৌর ইউনিট এর সকল নেতৃবৃন্দ  কে সোমবার সকাল ১১:২০ মিনিটে রেলওয়ে জংশনে উপস্থিত থাকার আহবান জানানো হয়।

Post a Comment

Previous Post Next Post