কাশ্মীরে সেনাবাহিনীর গুলিতে ৪ স্বাধীনতাকামী নিহত


অনলাইন ডেস্কঃ ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে চার স্বাধীনতাকামী নিহত হয়েছেন। কাশ্মিরের কুলগাম জেলায় রোববার ভোরে এ বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। খবর দ্য হিন্দুর।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তার জানান, দক্ষিণ কাশ্মিরের কুলগাম জেলার হিপুরা বাতাগুন্ড এলাকায় বন্দুকযুদ্ধে চার ব্যক্তি নিহত হয়।

ওই সেনা কর্মকর্তা বলেন, সশস্ত্র ব্যক্তিদের উপস্থিতির নিশ্চিত তথ্যের ভিত্তিতে নিরাপত্তাবাহিনীর সদস্যরা ভোরে একটি ঘেরাও করে তল্লাশি চালানোর সময় সশস্ত্র ব্যক্তিরা সেনাদের লক্ষ্য করে গুলি ছুড়লে বন্দুকযুদ্ধ শুরু হয়।

নিহতরা কোনও সংগঠনের সঙ্গে জড়িত তা শনাক্তের চেষ্টা চলছে বলে জানান সেনা কর্মকর্তা।

ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য কাশ্মিরের অর্ধেকেরও বেশি নাগরিক ভারতের শাসনের বিরুদ্ধে গেরিলা সংগ্রামে লিপ্ত।

Post a Comment

Previous Post Next Post