লাঞ্চের আগে ভাঙল শতরানের জুটি


স্পোর্টস ডেস্কঃ শুরু থেকেই নড়বড়ে খেলছিলেন ইমরুল কায়েস। সর্বশেষ ২০ ইনিংসে তার কোনো হাফ সেঞ্চুরি নেই। আজও হলো না। একবার ক্যাচ দিয়ে বেঁচে যান নো বলের কল্যাণে। শেষ পর্যন্ত মধ্যাহ্ণ বিরতির আগমুহূর্তে ৮৭ বলে ৩০ রান করে জোমেল ওয়ারিক্যানের বলে অ্যামব্রিসের তালুবন্দি হন। ১০৪ রানের দ্বিতীয় উইকেট জুটির এখানেই সমাপ্তি হয়। ৫৩ রানে অপরাজিত আছেন মুমিনুল হক।

চট্টগ্রামের জহুর আহমে চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে আজ বৃহস্পতিবার টসে জিতে ব্যাটিং বেছে নেয় স্বাগতিক বাংলাদেশ। তবে ৩ বলের বেশি স্থায়ী হয়নি ওপেনিং জুটি। ডানহাতি পেসার কেমার রোচের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে কিপার শেন ডরিচের গ্লাভসবন্দি হন ১৩ মাস পর টেস্টে ফেরা সৌম্য সরকার (০)।

এরপর ইমরুল-মুমিনুলের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। যদিও ব্যক্তিগত ১৬ রানে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়েও নো বলের কল্যাণে বেঁচে যান ইমরুল। ৭০ বলে ক্যারিয়ারের ১৩তম হাফ সেঞ্চুরি পূরণ করেছেন মুমিনুল। বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০৫ রান।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, নাঈম হাসান।

ওয়েস্ট ইন্ডিজ: ক্রেইগ ব্র্যাথওয়েট, কাইরন পাওয়েল, শেই হোপ, সুনিল আমব্রিস, রোস্টন চেইস, শিমরন হেটমায়ার, শেন ডাওরিচ, দেবেন্দ্র বিশু, জোমেল ওয়ারিক্যান, শ্যানন গ্যাব্রিয়েল, কেমার রোচ।

Post a Comment

Previous Post Next Post