এসএসসি পরীক্ষা শুরু ২ ফেব্রুয়ারি


অনলাইন ডেস্কঃ আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচী প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। সূচি অনুযায়ী ২ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে পরীক্ষা শুরু হবে।

গত কয়েক বছর ১ ফেব্রুয়ারি এ পরীক্ষা শুরু হলেও ২০১৯ সালে দিনটি শুক্রবার হওয়ায় পরের দিন ২ ফেব্রুয়ারি পরীক্ষার দিন নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার এই সময়সূচী প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপ-কমিটি।

সূচি অনুসারে ২ থেকে ২৫ ফেব্রুয়ারি তত্ত্বীয় পরীক্ষা হবে। বাংলা প্রথমপত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হবে। ২৬ ফেব্রুয়ারি সঙ্গীত বিষয়ের এবং ২৭ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চের মধ্যে অন্য বিষয়ের ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।

এবারও মাধ্যমিক পরীক্ষার শিক্ষার্থীদের বহু নির্বাচনী (এমসিকিউ) অংশের উত্তর আগে দিতে হবে। পরে নেওয়া হবে সৃজনশীল/রচনামূলক অংশের পরীক্ষা।

নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে নিতে পারবেন না।

পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে নির্ধারিত কক্ষে উপস্থিত হতে হবে।

Post a Comment

Previous Post Next Post