নিজের ‘আঙিনায়ই’ আজ ‘অতিথি’ রোনাল্ডো


অনলাইন ডেস্কঃ শুরুটা স্পোর্টিং লিসবনে হলেও তার উত্থান ম্যানচেস্টার ইউনাইটেডের বিখ্যাত লাল জার্সিতে। ওল্ড ট্রাফোর্ডের প্রতিটি ঘাসের প্রতিটি শিশিরবিন্দু তার চেনা। ভালোবাসার এই ক্লাব ঘিরে কতই না মধুর স্মৃতি রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ক্যারিয়ারের প্রথম লিগ শিরোপা, প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি, প্রথম ব্যালন ডি’অর- সবই লাল জার্সিতে।


ছয় বছরে ম্যানইউর হয়ে করেছেন ১১৮ গোল। কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের পিতৃøেহসুলভ শাসনে উদীয়মান তারকা থেকে মহাতারকা হয়ে ২০০৯ সালে প্রিয় ওল্ড ট্রাফোর্ড ছেড়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান রোনাল্ডো। এরপর রিয়ালের হয়ে অগণিত ইতিহাস গড়ে গত জুলাইয়ে নাম লিখিয়েছেন জুভেন্টাসে।

গত নয় বছরে তার পৃথিবী অনেক বদলে গেলেও ম্যানইউর সঙ্গে হৃদয়ের বাঁধন কখনই ছিন্ন হয়নি রোনাল্ডোর। দলের সাবেক তারকাকে এখনও মনে রেখেছে ম্যানইউ সমর্থকরাও। কিন্তু আজ সেই রোনাল্ডোই তাদের দুঃস্বপ্নের কারণ হতে পারেন! উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের অগ্নিগর্ভ ম্যাচে রোনাল্ডোর জুভেন্টাসকে আজ আতিথ্য দেবে ম্যানইউ।

যুদ্ধের দামামার পাশাপাশি আবহসঙ্গীত হিসেবে পুনর্মিলনীর সুরও বাজবে ওল্ড ট্রাফোর্ডে। বহুদিন পর সাবেক ঠিকানায় ফিরছেন আবেগতাড়িত রোনাল্ডো। ওদিকে ম্যানইউর ফরাসি তারকা পল পগবা প্রথমবারের মতো তার সাবেক দল জুভেন্টাসের মুখোমুখি হচ্ছেন। তবে সব আলো থাকবে রোনাল্ডোর ওপরই।

ম্যানইউ সমর্থকদের কাছ থেকে নিঃসন্দেহে উষ্ণ সংবর্ধনা পাবেন পর্তুগিজ মহাতারকা। প্রতিদানে হয়তো রোনাল্ডো তাদের হৃদয় ভেঙে দেবেন! ক্ষুধার্ত রোনাল্ডো যে গোলের জন্য ব্যাকুল। চ্যাম্পিয়ন্স লিগে গত ছয় মৌসুমে সর্বোচ্চ গোলদাতা তিনি। এ সময়ে চারবার জিতেছেন শিরোপা। অথচ নতুন দল জুভেন্টাসের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে এখনও গোলের খাতাই খুলতে পারেননি রোনাল্ডো।

ভ্যালেন্সিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে শুরুতেই লাল কার্ড দেখায় ইয়ং বয়েজের বিপক্ষে পরের ম্যাচে খেলা হয়নি। তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি এ সময়ে দুই ম্যাচে করেছেন পাঁচ গোল। রোনাল্ডোর আঁতে ঘা না লেগে উপায় আছে! মাথার ওপর ধর্ষণের মামলা ঝোলায় সবার মনোযোগ অন্যদিকে সরাতে মাঠে দুর্দান্ত কিছু করে দেখাতে মুখিয়ে আছেন পর্তুগিজ ফরোয়ার্ড।

সেরি-এ লিগে যা নিয়মিতই করছেন। নয় ম্যাচে পাঁচ গোল করার পাশাপাশি বানিয়ে দিয়েছেন পাঁচ গোল। এবার ইউরো মঞ্চে স্বরূপে ফেরার পালা। ২০১৩ সালে সর্বশেষ ওল্ড ট্রাফোর্ডে খেলেছিলেন রোনাল্ডো। সেবার তার গোলেই বেজেছিল ম্যানইউর বিদায়ঘণ্টা। রিয়ালের কোচ ছিলেন তখন হোসে মরিনহো। আজ ম্যানইউর কোচ হিসেবে সেই মরিনহোকেই খুঁজতে হচ্ছে রোনাল্ডোকে আটকে রাখার টোটকা।

রোনাল্ডোর পাশাপাশি দিবালা ও মানজুকিচের দিকেও সজাগ দৃষ্টি রাখতে হবে স্বাগতিকদের। এই ত্রয়ীর সুবাদেই চলতি মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত জুভেন্টাস। শেষ ম্যাচে হোঁচট খাওয়ার আগে টানা ১০ ম্যাচ জিতেছে তারা। সেখানে শেষ ছয় ম্যাচে ম্যানইউর জয় মোটে একটি।

ওল্ড ট্রাফোর্ডের পাশাপাশি আজ বার্নাব্যুতেও দৃষ্টি থাকবে অনেকের। ঘরের মাঠে ভিক্টোরিয়া প্লজেনের বিপক্ষে জয় নামের সোনার হরিণের খোঁজে নামবে টানা তিনবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। সব মিলিয়ে টানা পাঁচ ম্যাচের জয়খরায় রিয়াল কোচ হুলেন লোপেতেগির ভাগ্য আক্ষরিক অর্থেই সুতোয় ঝুলছে। যে কোনো মুহূর্তে তাকে বরখাস্ত করে ক্লাবের ‘বি’ দলের কোচ সান্তিয়াগো সোলারির হাতে মূল দলের দায়িত্ব তুলে দিতে পারে রিয়াল। এমন পরিস্থিতিতে এল ক্লাসিকো পর্যন্ত চাকরি বাঁচাতে লোপেতেগির সামনে আজ জয়ের কোনো বিকল্প নেই।

Post a Comment

Previous Post Next Post