অনলাইন ডেস্কঃ সৌদি আরবের সঙ্গে অস্ত্র বিক্রির চুক্তি বাতিল করা হতে পারে। এমনটাই জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তুরস্কের ইস্তাম্বুলস্থ সৌদি কনস্যুলেটের ভেতর সৌদি সাংবাদিক জামাল খাশোগির পাশবিক হত্যাকাণ্ড নিয়ে যখন ব্যাপক হৈ চৈ হচ্ছে তখন ট্রুডো এ ঘোষণা দিলেন।
সোমবার কানাডার পার্লামেন্টে জাস্টিন ট্রুডো বলেন, সৌদি আরব তার দেশ থেকে কেনা অস্ত্রের অপব্যবহার করছে এটা প্রমাণিত হলে তিনি রিয়াদের কাছে এক হাজার ৩০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির চুক্তি বাতিল করে দেবেন।
ট্রুডো বলেন, কানাডা থেকে রপ্তানি করা অস্ত্র মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করেই ব্যবহার করতে হবে।
উল্লেখ্য, ২০১৪ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত এক হাজার ৩০০ কোটি ডলারের এক চুক্তি অনুযায়ী পর্যায়ক্রমে সৌদি আরবকে অস্ত্র দিয়ে যাচ্ছে কানাডা।