শ্রীমঙ্গলে ৪০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার দুই

অনলাইন ডেস্কঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ৪০ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টায় উপজেলার ভাড়াউড়া এলাকার কলেজ রোড থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- শ্রীমঙ্গলের আরামবাগ চৌধুরী পাড়ার মৃত নারায়ণ রবি দাশের ছেলে ফুলচান রবি দাশ ও শুলচান রবি দাশ।

র‍্যাব জানায়, তারা এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। দীর্ঘদিন যাবত মৌলভীবাজার জেলার বিভিন্ন থানা এলাকায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিল তারা।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post