লিবিয়া উপকূলে নৌকা ডুবিতে শতাধিক অভিবাসী প্রত্যাশী নিহত


অনলাইন ডেস্কঃ লিবীয় উপকূলে নৌকা ডুবে শতাধিক অভিবাসী প্রত্যাশী নিহত হয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থা মেডিসিন স্যান ফ্রন্টিয়ারস (এমএসএফ) এই তথ্য জানিয়েছে। গত পহেলা সেপ্টেম্বর রাবারের তৈরি দুটি নৌকা ডুবে যায়।

গত সোমবার বেঁচে যাওয়া একজনকে উদ্ধৃত করে স্বেচ্ছাসেবী সংস্থাটি জানায়, নিহতদের মধ্যে ১৭ মাস বয়সী যমজ ও তাদের বাবা-মাও ছিল। সুদান, মালি, নাইজেরিয়া, ক্যামেরুন, ঘানা, লিবিয়া, আলজেরিয়া ও মিসরের মতো আফ্রিকান দেশ থেকে অভিবাসীরা ইউরোপে পাড়ি জমানোর উদ্দেশ্যে রওনা দেন। হঠাৎ একটি নৌকার ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে এবং আরেকটিতে ভাঙন শুরু হয়। কয়েকজন ভাঙা অংশ আঁকড়ে ধরে বেঁচে যান।

এমএসএফ জানায়, ইতালিয়ান কোস্টগার্ড সাহায্যের চেষ্টা করে। কিন্তু তারা পৌঁছানোর পূর্বেই নৌকা ডুবে যায়। ১১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।-বিবিসি।

Post a Comment

Previous Post Next Post