অনলাইন ডেস্কঃ মিস ইংল্যান্ড প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে এই প্রথম কোনো মুসলিম নারী উত্তীর্ণ হয়েছেন। হিজাব পরেই তিনি চূড়ান্ত পর্বে যাওয়ার যোগ্যতা অর্জন করেন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ইংল্যান্ডের নটিংহ্যামশায়ারে মিস ইংল্যান্ড প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। তবে ফলাফল জানা যায়নি। খবর বিবিসি’র
প্রতিযোগিতায় অংশ নেয়া ২০ বছর বয়সী তরুণীর নাম সারাহ ইফতেখার। মিস ইংল্যান্ডের খেতাব জিতে গেলে চীনে অনুষ্ঠেয় আগামী মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করবেন তিনি। তবে তাকে ৪৯ প্রতিযোগীর সঙ্গে লড়াই করতে হচ্ছে। আইনের ছাত্রী সারাহ। তিনি মেক আপ শিল্পী হিসেবে কাজ করেন। তিনি তার ইনস্টাগ্রামে পাকিস্তানি পোশাকে নিজের ছবি পোস্ট করেছেন। এর আগে সারাহ হাডারসফিল্ড সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন হিজাব পরে। তিনি সেই জয়কে দারুণ বলে বর্ণনা করেছিলেন। সারাহ জানিয়েছেন, তিনি অনেকটা মজা করেই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।