শোক সংবাদ: খুশমন আরা বেগম চৌধুরী আর নেই

অনলাইন ডেস্কঃ কুলাউড়ার বিশিষ্ট রাজনীতিবিদ ও সংগঠক মরহুম আব্দুল মুক্তাদির চৌধুরী(জুবেদ চৌধুরী)র স্ত্রী এবং সিলেটি প্রবাদ প্রবচন ও বিয়ের গান বইয়ের লেখিকা খুশমন আরা বেগম চৌধুরী (৭৯) বার্ধক্যজনিত কারণে শুক্রবার সকাল দশটায় ঢাকার উত্তরার বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি রাশিদুল চৌধুরী(হেশাম), এমাদুল চৌধুরী (তারহাম) ও মেজর (অবঃ)নুরুল মান্নান(তারাজ) এর মাতা। শুক্রবার বাদ আছর উত্তরা ১১ নম্বর সেক্টর মসজিদে নামাজের জানাযা শেষে ১২ নম্বর সেক্টর গোরস্থানে দাফন। উল্লেখ্য, খুশমন আরা বেগম চৌধুরী ও উনার স্বামী মরহুম আব্দুল মুক্তাদির চৌধুরী ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পার্শ্ববর্তী দেশ ভারতের ধর্মনগর ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের সময় বিভিন্ন সহযোগিতাসহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর রচিত সিলেটি প্রবাদ প্রবচন এবং বিয়ের গান গতি প্রকাশনীর প্রকাশনায় একুশের বই মেলায় প্রকাশিত হয়।

Post a Comment

Previous Post Next Post