অনলাইন ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মালবাহী ট্রেনের ইঞ্জিন ও পেছনের একটি বগি লাইনচ্যুত হয়ে গেছে। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে। শুক্রবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কসবার ইমামবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস জানান, দুপুরে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে একটি মালবাহী ট্রেন যাচ্ছিল। ট্রেনটি ইমামবাড়ি এলাকায় পৌঁছালে ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে আখাউড়ায় কর্ণফুলী ও কসবায় আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস আটকা পড়ে আছে।দুর্ঘটনাকবলিত মালবাহী ট্রেনটি উদ্ধারে কাজ চলছে।
বিষয়টি নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস জানান, দুপুরে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে একটি মালবাহী ট্রেন যাচ্ছিল। ট্রেনটি ইমামবাড়ি এলাকায় পৌঁছালে ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে আখাউড়ায় কর্ণফুলী ও কসবায় আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস আটকা পড়ে আছে।দুর্ঘটনাকবলিত মালবাহী ট্রেনটি উদ্ধারে কাজ চলছে।