নেইমারের ছেলের সারপ্রাইজ


স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের পর ব্রাজিলে গিয়েছিলেন নেইমার। সে সময় সাত বছর বয়সী ছেলে ডেভিড লুকা ডি দ্যা সিলভা এসময় তাকে দারুণ এক সারপ্রাইজ উপহার দেয়। নেইমার যখন ঘরে ঢোকার আগে একটা দেয়ালের পাশে নিজেকে লুকিয়ে রেখেছিল সে।

সম্প্রতি ইনস্টাগ্রামে কিছু ছবি শেয়ার করছেন নেইমার। সেখানে দেখা যায়, ঘরের ভেতরে প্রবেশ করতেই হঠাৎ এক লাফে বাবার পায়ের সামনে চলে যায় ডেভিড। তখন নেইমার তাকে কোলে নিয়ে ঘরের ভিতরে ঢোকেন। এরপর বাবা-ছেলে একসঙ্গে অনেকক্ষণ মজা উপভোগ করেন।

নেইমারও তার ছেলের জন্য আনা উপহার তাকে দেন। ২৬ বছর বয়সী নেইমারের ছেলে ডেভিডের বয়স এখন সাত বছর। অর্থাৎ মাত্র ১৯ বছর বয়সেই বাবা হয়েছিলেন তিনি। সূত্র: ডেইলি মেইল

Post a Comment

Previous Post Next Post