মুক্তির মিছিলে যোগ হল রোশান-ববির ‘বেপরোয়া’


বিনোদন ডেস্কঃ ঈদুল আজহায় মুক্তির তালিকায় থাকা সিনেমাগুলোর একটি রোশান-ববি অভিনীত ‘বেপরোয়া’। সব কাজ শেষে এবার সেন্সর বোর্ডে জমা পড়লো জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটি। বৃহস্পতিবার ছবিটি সেন্সরে জমা পড়েছে বলে জানান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।

‘বেপরোয়া’ ছবির মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে ঢাকাই ইন্ডাস্ট্রিতে অভিষিক্ত হচ্ছ্নে রোশান ও ববি। এটি পরিচালনা করেছেন কলকাতার নির্মাতা রাজা চন্দ। গেল বছর এই ছবির বেশিরভাগ শুটিং হয়েছিল ভারতের তেলেঙ্গানা রাজ্যের রামুজি ফিল্ম সিটিতে। রোশান-ববি ছাড়াও ‘বেপরোয়া’ ছবিতে আরও দেখা যাবে শহিদুল আলম সাচ্চু, কাজী হায়াৎ, কমল, রেবেকা, চিকন আলী প্রমুখের অভিনয়।

আব্দুল আজিজ বলেন, ‘ঈদে এই ছবিটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছি। ছবিটি মুক্তি দিতে প্রস্তুত আমরা। সেন্সরে জমা দেওয়া হলো সেই লক্ষ্যেই। যতদূর জানি আসছে রোববারে সেন্সর বোর্ডের সদস্যরা দেখবেন ছবিটি। ঈদু্ল আজহায় জাজের এই ছবিটি বাজিমাত করবে বলে আমাদের বিশ্বাস।’

এ বিষয়ে সিনেমার নায়ক রোশান বলেন, ‘ঈদে নায়ক হিসেবে নিজের সিনেমা মুক্তির খবরটি সবসময়ই আনন্দের। এ সময় দর্শকেরা আগ্রহ নিয়ে সিনেমা দেখতে হলে যান। আশা করছি আসছে ঈদে দর্শকের সেরা পছন্দ হবে ‘বেপরোয়া’।’

Post a Comment

Previous Post Next Post