আশরাফুল ইসলাম জুয়েল: নিজামিয়া বিশকুটি (রা) স্মৃতি পরিষদের আয়োজনে এইচ এস সি / আলিম শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্টান অনুষ্টিত হয়েছে। ১৬ আগষ্ট সকাল ১১টায়
হিংগাজিয়া সিনিয়র মাদ্রাসার কনফারেন্স হলরুমে নিজামিয়া বিশকুটি স্মৃতি
পরিষদের সভাপতি মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে এবং সহ-সভাপতি মোঃ বদরুল
ইসলাম ও কার্যনির্বাহী সদস্য মোঃ সাদিকুর রহমানের যৌথ পরিচালনায় প্রধান
অতিথি হিসেবে উপস্হিত ছিলেন আল্লাম ছাহেব কিবলাহ বিশকুটি (রহঃ) এর সুযোগ্য
নাতি আব্দুল্লাহ আল নিজাম মশহুদ মাজেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
৫নং ব্রাহ্মণবাজার ইউপির চেয়ারম্যান প্রভাষক মোঃ মমদুদ হোসেব, ৯নং টিলাগাও
ইউপির চেয়ারম্যান জনাব আব্দুল মালিক, কুলাউড়া উপজেলা সাংবাদিক সমিতির
সভাপতি মুক্তাদির হোসেন, হিংগাজিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আব্দুল
মুন্তাকিম, মৌলভীবাজার উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মুফতি
বশির আহমদ কুলাউড়া সরকারি কলেজের বাংলা প্রভাষক জনাব মনজুরুল হক ও খালেদ
আহমদ লাকি, হিংগাজিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক মাওঃ ফয়জুর রহমান, ইউসুফ
তৈয়বুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মশহুদ করিম, ভবানিপুর সি
পি দাখিল মাদ্রাসার সুপার জনাব, মাওঃ আব্দুস সালাম, আমতলা বাজার বড়বাড়ী
দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার জনাব,মাওঃ কাজী সৈয়দ লিয়াকত আলি,
হিংগাজিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওঃ সাঈদ খান, স্মৃতি পরিষদের
সাবেক সহ-সভাপতি মাওঃ সুয়েব আহমদ, বিশিষ্ট সমাজ সেবক দেলওয়ার আহমদ,রাসেল
আহমদ, রাউৎগাও ইউপি নিজামিয়া বিশকুটি (রহঃ) স্মৃতি পরিষদের আহবায়ক, আহসান
কবির রাসেল, হাজিপুর ইউপি স্মৃতি পরিষদের, যুগ্ম আহবায়ক জবাব, জাবের আহমদ,
ব্রাহ্মণবাজার ইউপি স্মৃতি পরিষদের আহবায়ক জনাব, মিছবাহ উদ্দিন, টিলাগাও
ইউপির আহবায়ক সৈয়দ ইসমাইল আলী, পরিষদের প্রচার সম্পাদক, শাহ নিজাম
উদ্দিন,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম, আরো উপস্হিত ছিলেন,
হিংগাজিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওঃ শাহিদ খান, তরুন সমাজ সেবক ও
শিক্ষানুরাগী জনাব, রাসেল আহমদ, হিংগাজিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক মাওঃ
আব্দুল লতিফ, সাজ্জাদ আলী, জবরুল ইসলাম কাওসার, রেজাউল করিম শাফি,তারেক
আহমদ, জুয়েল আহমদ, মিলাদ আহমদ, সুনেদ আহমদ, জাবেদ আহমদ প্রমুখ।
