
কমলগঞ্জ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ এর আয়োজনে পক্ষকালব্যাপী একে বাংলা স্কুল মাঠে
ফুটবল খেলা শেষে লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬
আগষ্ট) বিকাল ৫টায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সংস্থার ব্যবস্থাপক রিমো রনি
হালদারের সভাপতিত্বে অনুষ্টিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু
দেবনাথ। একে বাংলা স্কুলের শিক্ষক সুরচন্দ্র সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে
বক্তব্য রাখেন শিক্ষক সৈয়দ আনিসুজ্জামান মিজান, গৌতম ওঝাঁ, সুব্রত দাস
প্রমুখ। ৫০ মিনিটের একে বাংলা স্কুলের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে ৮ম
শ্রেণীর এ শাখাকে ২-৩ গোলে পরাজিত করে ৭ম শ্রেণীর এ শাখা বিজয়ী হয়। সেরা
গোলদাতা ৮ম শ্রেণীর শিক্ষার্থী শাহীন। সে মোট ৭ টি গোল প্রদান করে।
উল্লেখ্য, খেলায় ৬ষ্ট, ৭ম ও ৮ম শ্রেণীর শিক্ষার্থীরা ২টি গ্রুপে বিভক্ত হয়ে
৬টি দলে অংশগ্রহণ করে।