মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী রাজাক গ্রেপ্তার

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী রাজাক গ্রেপ্তার


অনলাইন ডেস্কঃ দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ। আজ বুধবার তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হতে পারে। রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদের (ওয়ানএমডিবি) অর্থ আত্মসাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হচ্ছে সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে।

গতকাল বিকেলে নাজিব রাজাককে তাঁর কুয়ালালামপুরের বাসা থেকে গ্রেপ্তার করেন ওই দুর্নীতির অভিযোগ তদন্তের দায়িত্বে থাকা টাস্কফোর্সের কর্মকর্তারা। আজ সকালে তাঁকে ওই মামলায় আদালতে হাজির করা হবে বলে তদন্তকারীরা সাংবাদিকদের জানিয়েছেন।

বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে মালয়েশিয়াকে শীর্ষ অর্থনীতির দেশে পরিণত করার লক্ষ্য নিয়ে নাজিবই প্রধানমন্ত্রী থাকার সময় ওয়ানএমডিবি তহবিল সংগ্রহের কার্যক্রম শুরু করেছিলেন। কিন্তু পরে ওই তহবিলের ৭০ কোটি ডলার আত্মসাতের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এরপর যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে ওই অর্থপাচারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু হয়। তবে নাজিব বরাবরই অভিযোগ অস্বীকার করেছেন।

মালয়েশিয়ার আদালত প্রধানমন্ত্রী নাজিবকে অর্থ কেলেঙ্কারির অভিযোগ থেকে মুক্তি দিয়েছিলেন। কিন্তু গত মে মাসের জাতীয় নির্বাচনে নাজিবকে হারিয়ে ক্ষমতায় আসা নতুন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ নতুন  করে ওই দুর্নীতি তদন্তের নির্দেশ দেন। বিশাল অঙ্কের ওই অর্থ উদ্ধারের অঙ্গীকারও করেন মাহাথির।

এরপর মালয়েশিয়ার দুর্নীতি দমন বিভাগের কর্মকর্তারা নাজিব রাজাকের বাসায় কয়েক দফা তল্লাশি চালিয়ে ৩০০ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের সম্পদ জব্দ করেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দুই হাজার ৫৩৫ কোটি ৫৯ লাখ ৮৫ হাজার টাকারও বেশি। জব্দকৃত সম্পদের মধ্যে রয়েছে ১২ হাজার পিস গয়না, বিভিন্ন ব্যাগে প্রায় তিন কোটি ডলারের সমমূল্যের ২৬টি দেশের মুদ্রা, ৪২৩টি ঘড়ি এবং ২৩৪ জোড়া সানগ্লাস। রয়েছে খ্যাতনামা নকশাকারদের তৈরি নানা মূল্যবান ও শৌখিন সামগ্রী। আর এসব সামগ্রীর হিসাব মেলাতে পুলিশের ১৬ দিন সময় লেগেছে।

Post a Comment

Previous Post Next Post