অনলাইন ডেস্কঃ মেক্সিকোতে একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক শ্রমিক।
দেশটির রাজধানীর উত্তরাঞ্চলে তুলটেপেক শহরে অবস্থিত অনুমোদনবিহীন আতশবাজি তৈরির কারখানাটিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঘটনার পর পরই উদ্ধারকর্মীরা হেলিপ্টারে করে অগ্নিদগ্ধদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে ১০ জনের মতো শিশু রয়েছে বলে জানা যায়।
নিহতদের মধ্যে চারজন দমকল বাহিনীর সদস্য এবং দুজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। কারখানাটিতে প্রথম দফায় বিস্ফোরণে ঘটলে তারা দ্রুত সেখানে উদ্ধার অভিযানে গেলে দ্বিতীয় দফা বিস্ফোরণে তারা নিহত হন বলে জানা যায়।