বিনোদন ডেস্কঃ এবারের ঈদে মুক্তি পেয়েছে তরুণ নির্মাতা রায়হান রাফির পরিচালনায় প্রথম চলচ্চিত্র ‘পোড়া মন টু’। ছবিটি মুক্তির পর থেকেই বেশ প্রশংসা কুড়িয়েছে। ঈদে অল্প সংখ্যক সিনেমা হলে মুক্তি পেলেও ভালোই ব্যবসা করেছে সিনেমাটি। এমনকি সময়ের সাথে সাথে চাহিদাও বেড়েছে। মুক্তির চার সপ্তাহ পর থামেনি পোরা মন টু এর দাপট।
ঈদে ছবিটি মাত্র ২৩টি সিনেমা হলে মুক্তি পায়। চতুর্থ সপ্তাহে এসে ছবিটি এবার মুক্তি পাচ্ছে দেশের ৭৭টি সিনেমা হলে। ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া।
প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, দর্শকদের চাহিদা ছবিটির বেলায় বাড়ছে। তাদের আগ্রহের কারণেই মুক্তির এতোদিন পরেও হল বাড়ানো হচ্ছে।
এই ছবির মাধ্যমেই নায়ক হিসেবে অভিষেক হলো ছোট পর্দার জনপ্রিয় মুখ সিয়ামের। তাই ছবিটি নিয়ে তার উত্তেজনারও কমতি নেই। ছবিতে প্রয়াত নায়ক সালমান শাহ্’র একজন পাগল ভক্তের চরিত্রে দেখা যাবে তাকে।
ছবিটি বাংলাদেশে মুক্তির আগে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবের ফিল্ম মার্কেটে সিনেমাটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।