মৌলভীবাজারে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা


বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে নয় হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৩১ মে) সদর উপজেলায় দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ কর্মকর্তা বলেন, অস্বাস্থ্যকর পরিবেশ, মূল্য তালিকা না রাখা, ওজনে কম দেওয়া ও ক্রয় ভাউচার সংগ্রহ না করাসহ বিভিন্ন অপরাধে উপজেলার আহম্মদ হোটেলকে দুই হাজার, মেসার্স আহম্মদ স্টোরকে আড়াই হাজার, মাহবুব রহমান স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।

রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Post a Comment

Previous Post Next Post