ডেনমার্কে বোরকা নিষিদ্ধ !


অনলাইন ডেস্কঃ ডেনমার্কে বোরকা নিষিদ্ধ করা হয়েছে। দেশটিতে প্রকাশ্যে কেউ বোরকা পরলে এজন্যে জরিমানাও দিতে হবে।

বৃহস্পতিবার (৩১ মে) ডেনিশ পার্লামেন্টে বোরকা নিষিদ্ধের এই আইন পাস হয়। এর ফলে এখন থেকে দেশটিতে সম্পূর্ণ মুখ ঢেকে কেউ প্রকাশ্যে ঘুরে বেড়াতে পারবেন না।

সংসদে আইনটির পক্ষে ৭৫ ভোট ও বিপক্ষে ৩০ ভোট পড়ে, সাংসদদের ৭৪জন ছিলেন অনুপস্থিত।

দেশটিতে এ আইন পাশের পর অ্যামনেস্টিসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই সিদ্ধান্তের সমালোচনা করছে। তারা বলছে, নারী-পুরুষ নির্বিশেষে সবার পোশাকের স্বাধীনতা থাকা উচিত। অন্যকে বিব্রত না করে নিজের ইচ্ছা অনুযায়ী পোশাক পরার স্বাধীনতা থেকে মানুষকে বঞ্চিত করা উচিত নয়।

ইউরোপীয়ান দেশের মধ্যে ফ্রান্স প্রথম সম্পূর্ণ মুখ ঢেকে রাখে— এমন বোরকা নিষিদ্ধ করে ২০১০ সালে। এ নিয়ে ইউরোপে তখন তীব্র বিতর্ক তৈরি হয়। দেশটিতে শুধু বোরকা নয়, মুখ ঢেকে রাখে বা পরিচয় গোপন রাখতে সহায়তা করে— এমন যেকোনো পোশাক, মুখোশ, বালাক্লাভা, হেলমেট বা হুড নিষিদ্ধ। ফ্রান্সে বোরকা পড়লে ৩২ হাজার মার্কিন ডলার পর্যন্ত জরিমানার বিধান আছে।

এরআগে, ইউরোপের দেশগুলোর মধ্যে বেলজিয়াম, ফ্রান্স, নেদারল্যান্ডস, বুলগেরিয়া ও সুইজারল্যান্ড প্রকাশ্যে বোরকা পরিধানকে নিষিদ্ধ করে।

Post a Comment

Previous Post Next Post