মামলার ঝামেলা নিয়ে বিশ্বকাপে যাচ্ছেন রোনাল্ডো

স্পোর্টস ডেস্কঃ কর ফাঁকির মামলায় ফেঁসে গিয়ে তার জরিমানা দেয়ার কথা ২৮ মিলিয়ন ইউরো। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দিতে চান তার অর্ধেক, ১৪ মিলিয়ন।

স্প্যানিশ আয়কর কর্তৃপক্ষ সেটি মানতে নারাজ। যার কারণে মামলার ঝামেলা মাথায় নিয়েই বিশ্বকাপে যেতে হচ্ছে রোনাল্ডোকে।

স্পেন কর কর্তৃপক্ষের দাবি, ২০১১ থেকে ২০১৩ সালের মধ্যে নিজের ইমেজস্বত্বের আয় গোপন করেছেন রোনাল্ডো। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড নাকি মূল আয় থেকে ৮ থেকে ১৫ মিলিয়ন ইউরো কম দেখিয়েছেন এ সময়ে।

অভিযোগ প্রমাণিত হওয়ায় রোনাল্ডোর কারাদণ্ড হয়ে যায়। কিন্তু স্পেনের আইন অনুযায়ী, প্রথমবার এ ধরনের ‘অপরাধ’ করলে জরিমানা দিয়ে পার পাওয়া যায়। জেল খাটতে হয় না।

কর ফাঁকির এ মামলা নিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে রোনাল্ডোর সম্পর্ক ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। তিনি আশা করেছিলেন, ক্লাব হয়তো তার জরিমানার অর্থ পরিশোধ করে দেবে।

কিন্তু ক্লাব জানিয়ে দিয়েছে, নৈতিক সমর্থন দিলেও অর্থ পরিশোধ করা হবে না।

Post a Comment

Previous Post Next Post