উত্তেজনা ছড়িয়ে এডেন উপসাগরে ইরানের যুদ্ধজাহাজ


অনলাইন ডেস্কঃ আন্তর্জাতিক মহলে উত্তেজনা ছড়িয়ে এডেন উপসাগরে দু'টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ইরান। গত বৃহস্পতিবার মোতায়েন করা যুদ্ধজাহাজ দু'টির একটি হেলিকপ্টার ক্যারিয়ার এবং অন্যটি ন্যাভাল ডেস্ট্রয়ার বলে জানা গেছে।

প্রসঙ্গত, গত সপ্তাহে ইয়েমেনের হোদাইদা বন্দরকে কেন্দ্র করে ইয়েমেনের সৈন্য ও হাউছি বিদ্রোহীদের লড়াই এ স্থানেও ছড়িয়ে পড়েছিল।

এদিকে, গত মঙ্গলবার সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর সদস্যরা হোদাইদার আন্তর্জাতিক বিমানবন্দর হাউছি বিদ্রোহীদের হাত থেকে পুনঃদখল করে। ইয়েমেনের বর্তমান সরকার অভিযোগ, হাউছি বিদ্রোহীরা হোদাইদা বন্দর ব্যবহার করে ইরান থেকে অবৈধভাবে অস্ত্র আমদানি করে থাকে। সূত্র: আনাদোলু

Post a Comment

Previous Post Next Post