গভীর রাতে রণতরীতে চীনের মহড়া


অনলাইন ডেস্কঃ পরাশক্তিদের সঙ্গে পাল্লা দিয়ে নিজের সামরিক সক্ষমতা বাড়িয়ে চলেছে চীন। এবার দেশটি নিজেদের তৈরি বিমানবাহী রণতরীতে গভীর রাতে মহড়া চালিয়েছে।

চীনা গণমাধ্যম সূত্রে জানা গেছে,চীনের প্রথম বিমানবাহী রণতরী লিয়াওনিংয়ে রাতের বেলায় বিমান অবতরণ ও উড্ডয়নের মহড়া চালিয়েছে দেশটির বিমানবাহিনী। এ ঘটনাকে চীনের সামরিক শক্তি বাড়ানোর ক্ষেত্রে বিরাট বড় পদক্ষেপ বলে দাবি করেছে চীন।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে এ বিষয়ে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে যাতে দেখা যাচ্ছে যে, পিপল’স লিবারেশন আর্মির কয়েকটি বিমান লিয়াওনিং জাহাজের ওপর অবতরণ করছে এবং সেখান থেকে উড়ে যাচ্ছে।

সামরিক বিশেষজ্ঞদের মতে, রাতের বেলায় যুদ্ধজাহাজে বিমান অবতরণ ও উড্ডয়নের ক্ষেত্রে পাইলটদের জন্য বিরাট চ্যালেঞ্জ থাকে। রাতের বেলায় সিগনাল বাতি আলাদা করা এবং পাইলটদের পক্ষে জাহাজ থেকে বিমান ওড়ানোর সক্ষমতা বুঝতে পারা কঠিন কাজ।

৬০ হাজার টন ওজনের লিয়াওনিং জাহাজটি ঘণ্টায় ৩৭ কিলোমিটার বেগে চলতে পারে এবং একসঙ্গে ৩৬টি বিমান বহন করতে পারে।

এটি হচ্ছে চীনের একমাত্র বিমানবাহী জাহাজ। এর আগে গত এপ্রিল মাসে চীন আরও একটি বিমানবাহী যুদ্ধজাহাজ যুক্ত করেছে তবে সেটিকে পরিপূর্ণভাবে কর্মক্ষম করে তুলতে ২০২০ সাল পর্যন্ত সময় লাগতে পারে।

Post a Comment

Previous Post Next Post