টেস্টে টস থাকছে, আইসিসির সিদ্ধান্ত


স্পোর্টস ডেস্কঃ বেশ কিছুদিন ধরেই আলোচিত হয়েছে, টেস্টে টস থাকছে না। শীঘ্রই আইসিসি এমন সিদ্ধান্ত পাশ করতে যাচ্ছে। তবে আইসিসি জানিয়ে দিয়েছে টেস্টে টস থাকছে। মুম্বাইয়ে আইসিসির ক্রিকেট কমিটির সভা শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে আইসিসি একথা জানিয়েছে। 

বেশ কিছু দিন ধরেই গুঞ্জন ছিল,  টেস্টে স্বাগতিক দেশের স্বাধীনতা থাকবে সিদ্ধান্ত নেয়ার। তবে শেষ পর্যন্ত অনিল কুম্বলের নেতৃত্বাধীন এই কমিটি মুদ্রা নিক্ষেপের মাধ্যমে ভাগ্য নির্ধারণের সিদ্ধান্তই বহাল রেখেছে। বৈঠক শেষে আইসিসির বিবৃতিতে বলা হয়, ‘সফরকারী দলকে স্বয়ংক্রিয়ভাবে টস উপহার দেওয়া হবে কি না, তা নিয়ে আলোচনা করেছে কমিটি। কিন্তু এটা মনে হয়েছে, টস টেস্ট ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ।’ 

আইসিসির প্রধান নির্বাহী কমিটির কাছে পয়েন্ট ব্যবস্থা সংস্কারের সুপারিশও করেছে ক্রিকেট কমিটি। তাদের যুক্তি, সিরিজ জয়ের জন্য নয়, বরং প্রতিটি ম্যাচের জন্য পয়েন্ট থাকা উচিত।

মুম্বাইয়ে এই সভা থেকে আরও কিছু সুপারিশ করা হয়েছে। যার মধ্যে রয়েছে, বল টেম্পারিংয়ের জন্য কঠোরতর শাস্তির বিধান রাখতে হবে এবং ক্রিকেটারদের মধ্যে ‘শ্রদ্ধার সংস্কৃতি’ পুনঃস্থাপন করতে হবে। 

Post a Comment

Previous Post Next Post