মেসির হ্যাটট্রিকে হাইতির বিপক্ষে বড় জয় আর্জেন্টিনার


স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ শুরু আগে প্রীতি ম্যাচে লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে হাইতির বিপক্ষে বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। বুধবার ভোরে বুয়েন্স এইরেসের লা বোম্বেনেরো স্টেডিয়ামে ক্যারিবিয়ান সাগরের অতিথিদের ৪-০ গোলের ব্যবধানে হারিয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের অন্য গোলটি সার্জিও আগুয়েরোর। যদিও এই গোলেও অবদান ছিল মেসির।

এদিন, প্রথম গোলটি পেতে আর্জেন্টিনার সময় লাগে ১৭ মিনিট। পেনাল্টি থেকে গোলটি করে মেসি। পরের দুই গোলও তার। দ্বিতীয় ও তৃতীয় গোলটি আসে দ্বিতীয়ার্ধের ৫৮ ও ৬৬তম মিনিটে। আর মেসির বাড়িয়ে দেওয়া ক্রস থেকে ৬৯ মিনিটে হাইতিয়ানদের জালে শেষবার বল জড়ান আগুয়েরো।

হ্যাটট্রিকের সুবাদে আর্জেন্টাইনদের হয়ে ১২৪ ম্যাচে সর্বোচ্চ ৬৪ গোলের রেকর্ড গড়লেন পাঁচবারের ব্যালন ডি'অর-জয়ী।

আগামী ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে আর্জেন্টিনার। ডি গ্রুপে ১৯৭৮ ও ১৯৮৬ বিশ্বকাপজয়ীদের অন্য দুই প্রতিপক্ষ ফ্রান্স ও নাইজেরিয়া।

Post a Comment

Previous Post Next Post