শচীনের সঙ্গে আনন্দিত মোস্তাফিজ



স্পোর্টস ডেস্কঃ কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের সঙ্গ পেয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজ। নিজের অভিব্যক্তি জানাতেও তাই ভুল করেন নি তিনি।

ফেসবুকে শুক্রবার রাতে নিজের পেজে ছবি পোস্ট করে জানান, ‘বহুমূল্যবান এবং স্মরণীয় মুহূর্ত কিংবদন্তি শচীন টেন্ডুলকার স্যারের সঙ্গে। তার সাথে দেখা হওয়ায় আনন্দিত।’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একাদশতম আসরে মোস্তাফিজুর রহমান খেলছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। ওই দলের সাবেক অধিনায়ক শচীন, বর্তমানে মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।

এবারের আসরে মুম্বাই ইন্ডিয়ান্স মোস্তাফিজকে দলে ভেড়ায় ২.২০ কোটি রুপিতে।

আগের দুই আসরে মোস্তাফিজ খেলেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। প্রথমবার তিনি দলকে চ্যাম্পিয়ন করতে রাখেন অগ্রণী ভূমিকা, আর নিজেও নির্বাচিত হন আইপিএলের সে আসরের সেরা উদীয়মান ক্রিকেটার।

শনিবার (৭ এপ্রিল) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে পর্দা উঠতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একাদশ আসরের। প্রথম দিনই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। ম্যাচের আগের দিনই শচীন টেন্ডুলকারের সঙ্গে সাক্ষাতের খবর জানালেন বাংলাদেশের এই কাটার মাস্টার।

Post a Comment

Previous Post Next Post