মৌলভীবাজারে আল ইসলাহর শপথ অনুষ্ঠান



অনলাইন ডেস্কঃ বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ মৌলভীবাজার জেলা শাখার শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

৫ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলী। 

মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শামসুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা এম এ আলিম এর পরিচালনায় শপথ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলার ভাইস চেয়ারম্যান হাফিজ আলাউর রহমান টিপু। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান, মাওলানা মকবুল হোসেন খান, আলহাজ্ব সিরাজুল ইসলাম সিদ্দিকী, হাফিজ এনাম আহমদ, অধ্যক্ষ মাওলানা এম এ জব্বার, মাওলানা আব্দুল ওয়াহিদ,কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজুল হক খান শাহেদ, আতিকুর রহমান আখই, মাওলানা এম এ শহীদ, মাওলানা আব্দুল ওয়াহিদ (জুড়ী), মাওলানা আব্দুর রহমান, মাওলানা মুজিবুর রহমান মাদানী, মাওলানা সিরাজুল ইসলাম মাসুক, মাওলানা আব্দুল মোক্তাদির, হাফিজ বজলুর রহমান, হাফিজ আব্দুল ওয়াহাব,মাওলানা শফিকুল আলম সোহেলসহ জেলার ৭ উপজেলা ও পৌরকমিটির নেতৃবৃন্দ। 

২ বছরের জন্য গটিত ৭১ সদস্য বিশিষ্ট মৌলভীবাজার জেলা কমিটি শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। শপথ পাঠ করান কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী। গত ২৫ ডিসেম্বর ২০১৭ সালের নতুন জেলা কমিটি ঘোষণা করে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কেন্দ্রীয় কমিটি। শপথ অনুষ্ঠানে কেন্দ্রীয় সভাপতি হুছাম উদ্দিন চৌধুরী নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন তাকওয়া অর্জন করে আল্লাহ ও তাঁর রাসুলের সন্তুষ্টির জন্যে দেশ,জাতি ও মানুষের কল্যাণে আরো নিবেদীত হয়ে কাজ করতে হবে। তিনি বলেন যতক্ষণনা আমরা মানুষের কল্যাণে কাজ না করতে পারব ততক্ষণ পর্যন্ত নিজেকে পরিশোদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলতে পারব না। ফুলতলী ছাহেব কিবলার আর্দশে উজ্জীবিত হয়ে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর প্রতিটি কর্মীকে আল্লাহ ও তাঁর রাসুলের সঠিক পথে মানুষকে আহবান করতে নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহবান জানান।

Post a Comment

Previous Post Next Post