কুলাউড়ায় ভেজাল বিরোধী অভিযানে ৫ প্রতিষ্টানকে জরিমানা

 
স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায়।
বুুধবার (৪ এপ্রিল) বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে কুলাউড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরি করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে ব্যবসায়ীক লাইসেন্স না নেওয়া, নিজেরা অতিরিক্ত দাম লিখে বিদেশী প্রষাধনী বিক্রি করা, খাওয়ার অযোগ্য বাসি রুটি বিক্রি করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করাসহ বিভিন্ন অপরাধে নাজমা রেষ্টুরেন্টকে ৩ হাজার টাকা, কুটুম বাড়ী রেষ্টুরেন্টকে ৩ হাজার ৫ শত টাকা, পাঞ্জেরী ডিপার্টমেন্টাল স্টোরকে ৫ শত টাকা, আনোয়ারা জেনারেল স্টোরকে ৩ হাজার ৫ শত টাকা এবং দিলমন কিটনাশক স্টোরকে ১ হাজার ৫ শত টাকাসহ পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

এ সময় সহযোগীতায় ছিলেন কুলাউড়া উপজেলা সেনেটারী ইন্সপেক্টর জনাব জসিম উদ্দিন ও কুলাউড়া থানার পুলিশ ফোর্স।

 

Post a Comment

Previous Post Next Post