মেসির হ্যাটট্রিকের দিনে সোসিয়েদাদের রেকর্ড স্পর্শ বার্সার



অনলাইন ডেস্কঃ লিওনেল মেসির নৈপুণ্যে লা লিগায় লেগানেসকে হারিয়েছে বার্সেলোনা।

শনিবার রাতে কাম্প নউয়ে পয়েন্ট টেবিলের ত্রয়োদশ স্থানে থেকে খেলতে নামা দলটিকে ৩-১ গোলে হারিয়েছে এরনেস্তো ভালভারদের দল।

ম্যাচের ২৭তম মিনিটে গোল করে এগিয়ে যায় বার্সেলোনা। ফ্রি-কিকে ডান কোনা দিয়ে বল জালে পাঠান মেসি।

৩২তম মিনিটে ফিলিপে কৌতিনিয়োর বাড়ানো বল ধরে বাঁ-পায়ের শটে গোল করেন মেসি।

৬৮তম মিনিটে গোল করে ম্যাচে ফেরার চেষ্টা করে পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা লেগানেস। ডি-বক্সের মুখ থেকে নীচু কোনাকুনি শটে গোলটি করেন মরক্কোর মিডফিল্ডার নাবিল এল জার।

ম্যাচের ৮৭তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন মেসি।

এই জয়ের মাধ্যমে লা লিগায় স্পেনের শীর্ষ লিগে টানা সর্বোচ্চ সংখ্যক ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডে ভাগ বসিয়েছে কাতালান ক্লাবটি। ১৯৭৯ ও ১৯৮০ সালের মধ্যে লা লিগায় সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডটি গড়েছিল রিয়াল সোসিয়েদাদ।

গত মৌসুমে লিগের শেষ সাত ম্যাচ জেতে বার্সেলোনা। চলতি মৌসুমে এ পর্যন্ত ৩১ ম্যাচের ২৪টিতে জিতেছে তারা, ড্র করেছে অন্য সাত ম্যাচ।

আগামী শনিবার ভালেন্সিয়ার বিপক্ষে হার এড়াতে পারলেই রেকর্ডটি নিজেদের করে নেবে বার্সেলোনা।

Post a Comment

Previous Post Next Post