হিফজুর রহমান তুহিনঃ আফগানিস্তানের কন্দুজ শহরে বোমা বর্ষনের মাধ্যমে হাফেজ'দের নৃশংস হত্যার প্রতিবাদে ৭-এপ্রিল শনিবার সামাজিক সংগঠন কমলগঞ্জ সমাজকল্যাণ পরিষদ এর উদ্যোগে মিছিল অনুষ্টিত হয়।
মুন্সিবাজার কেন্দ্রীয় মসজিদ গেইট থেকে শুরু করে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেডিসিন কর্নারের সামনে প্রতিবাদ সমাবেশ করে।বিক্ষোভ মিছিলে পরিষদের নির্বাহী সভাপতি ফাত্তাহুর রশিদ চৌধুরী মাহফুজের সভাপতিত্ত্বে ও সহ সাংগঠনিক সম্পাদক আনিসুল ইসলাম চৌধুরী সাকের আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মজিদ শ্যামেরকোনী, পরিষদের উপদেষ্টা মুফতি শামসুল ইসলাম লিয়াকত, পৃষ্টপোষক ও সাবেক সভাপতি লুৎফুর রহমান জাকারিয়া, মুন্সিবাজার কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা জয়নাল আবেদিন, মুন্সিবাজার মাদ্রাসা শিক্ষক হাফেজ মুস্তাক আহমদ, পরিষদের যুগ্ন-সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, আমিরাত শাখার সভাপতি জামাল আহমদ প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্ঠা মাওলানা মাশহুদ আহমদ, সহ সভাপতি মাহফুজ আহমদ, প্রচার সম্পাদক নাজমুল ইসলাম চৌধুরী, মিডিয়া বিষয় সম্পাদক সাংবাদিক হিফজুর রহমান তুহিন, অফিস সম্পাদক জাকির আহমদ, সহ অর্থ সম্পাদক মাহফুজ আহমদ সাহান, সদস্য হোসাইন আহমদ খান, নুরুল ইসলাম, ব্যবসায়ী সমিতির সহ- সাধারণ সম্পাদক ইব্রাহিম আহমদ সুমন, বিশিষ্ট ব্যবসায়ি জনাব জহির উদ্দিন আহমদ, আব্দুল হাদি জুমন, মেডিসিন কর্নারের সত্তাধিকারী শাহিন আহমদ, সিদ্ধেশ্বরপুর ইসলামিক সংঘের সভাপতি জুবেল আহমদ, তাহমিদ জামান রুমেল, মিছবাহুর রহমান, তাহমিদ চৌধুরী, সাকের আহমদ রাফি, ইমরান হোসাইন, মুজাহিদ আহমদ। এছাড়াও মুন্সিবাজার মাদ্রাসা, বলরামপুর মাদ্রাসা ও খায়রুন্নেছা হাফিজিয়া মাদ্রাসা, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও ব্যবসায়িসহ সমাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিলে শেষে বক্তারা তাদের বক্তব্যতে বলেন, সব কিছুর উর্ধ্বে জীবন ও মানবতা রক্ষাই সর্বোচ্চ এবাদত। অথচ মানবতার শত্রু আমেরিকা ও তার পালিত দাস সৌদি-শিয়া-ইসরাইল-রাম-বুড্ডিস্ট অধর্ম স্বৈরদস্যুতন্ত্রেও মানবতা বিরোধী। বক্তাগণ আফগানিস্তান, সিরিয়া, আরাকান, ফিলিস্তিন, ইয়েমেন এবং দুনিয়ার সর্বত্র খুন-জুলুম-ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে বিশ্ব বিবেককে সোচ্চার হওয়ার আহ্বান জানান।